টি-টেন শুরু নভেম্বরে, বেড়েছে দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ পিএম, ০২ অক্টোবর ২০১৮
টি-টেন শুরু নভেম্বরে, বেড়েছে দল

ক্রিকেটের ছোট ফরম্যাট টি-টেন ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামী নভেম্বর মাসেই। এবারের আসরে দুটি দল বেড়েছে। অর্থাৎ টুর্নামেন্টের এবার মোট দল হচ্ছে ৮টি। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২৩ নভেম্বর।

গত বছর ক্রিকেটের এ নতুন ফরম্যাট বের হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট ২০ ওভারে ম্যাচ থাকলেও গতবার ১০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করা হয়। এক বছর পর আবারও পর্দা উঠছে টি-টেন ক্রিকেট লিগের।

২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে ২ ডিসেম্বর। গত বছর ছয় দল নিয়ে টুর্নামেন্টটি মুরু হলেও জনপ্রিয়তার কারণে এবার দুইটি দল বাড়ানো হয়েছে।

টি-টেন ক্রিকেট লিগের চেয়ারম্যান নাওয়াব সাজি জানিয়েছেন, টুর্নামেন্টটি আইসিসির স্বীকৃতি পেয়েছে এবং টুর্নামেন্ট নিয়ে স্পন্সররা আগ্রহ প্রকাশ করেছে, যার কারণে আমরা আরও দুইটি দল বাড়ানোর উৎসাহ পেয়েছি।

টি-টেন ক্রিকেটের দল এবং স্কোয়াড

কেরেলা কিংস
ইয়ন মরগ্যান-(অধিনায়ক, আইকন ক্রিকেটার), সোহেল তানভীর, কাইরন পোলার্ড, পল স্টার্লিং, দাসুন শানাকা, ক্রিস গেইল, জুনায়েদ খান, সন্দ্বীপ লামিচান, টম কুরান, ফাবিয়ান অ্যালেন, নিরোশান ডিকওয়েলা, ইমরান নাজির, বেনি হাওয়েল।

মারাথা অ্যারাবিয়ান্স
রশিদ খান, অ্যালেক্স হেলস, কামরান আকমল, ডোয়াইন ব্রাভো, জেমস ফকনার, লাসিথ মালিঙ্গা, জেমস ভিন্স, লিভিংস্টোন, ব্রেন্ডন টেলর, অ্যাডাম লিথ, মারউই, নজিবুল্লাহ জদরান, রিচার্ড গ্লেসন।

বেঙ্গল টাইগার
নারাইন, জেসন রয়, আসিফ আলী, মুজিব উর রহমান, বিলিং, মর্নে মরকেল, আমির ইয়ামিন, মোহাম্মদ নবী, কুশল পেরেরা, রাদারফোর্ড, কুপার, ইমিরিট, আলী খান।

নর্দান ওয়ারিয়র্স
ড্যারেন স্যামি, ওহাব রিয়াজ, পুরান, আন্দ্রে রাসেল, ডোয়েইন স্মিথ, রবি বোপারা, রভম্যান পাওয়েল, হ্যারি গার্নি, ক্রিস গ্রিন, সিমন্স, ম্যাকয়, কেনার লুইস, খারি পেরি।

রাজপুতস
ব্রেন্ডল ম্যাককালাম, ক্রিস লিন, রাইলি রুশো, মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ হাফিজ, টাইমাস মিলস, কার্লোস ব্র্যাথওয়েট, রাহাত আলী, সামিত প্যাটেল, কাইস আহমেদ, বেন ডাঙ্ক, শান মাসুদ, পিটার ট্রিগো।

পাখতুন্স
শহীদ আফ্রিদি, মোহাম্মদ ইরফান, লিয়াম ডসন, কলিন ইনগ্রাম, ডেবিড উইলি, কলিন মানরো, ফ্লেচার, সোহেল খান, শারাফউদ্দীন, ওয়ালটন, শাপুর জদরান, ক্যামরন ডেলপোর্ট, গুলাবউদ্দীন নাইব।

পাঞ্জাবি লিজেন্ডস
শোয়েব মালিক, ক্রিস জর্দান, লুক লঙ্কি, প্লাঙ্কেট, লুইস, মোহাম্মদ সামি, জহির খান, উমর আকমল, ম্যাকক্লেগান, টম মোরেস, আনোয়ার আলী, ডার্নবেচ, হাসান খান।

করাচিয়ান্স
ওয়াটসন, ডেভিচিচ, বেন লালিন, জোফরা আর্চার, গ্র্যান্ডহোম, বেন কাটিং, মোহাম্মদ নাওয়াজ, মালান, ফাওয়াদ আহমেদ, উদানা, জো ক্লার্ক, সামিউল্লাহ শেনওয়ারী, মোহাম্মদ ইরফান।



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের পারফরমেন্সে বিশ্বকাপের খেলতে পারেন যারা

এশিয়া কাপের পারফরমেন্সে বিশ্বকাপের খেলতে পারেন যারা

আফগান লিগে তামিম-মুশফিক কবে কখন খেলবেন

আফগান লিগে তামিম-মুশফিক কবে কখন খেলবেন

শেবাগ-আফ্রিদি কে কাকে ভয় পেতেন, জানেন কী?

শেবাগ-আফ্রিদি কে কাকে ভয় পেতেন, জানেন কী?

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে ডাক পেলেন হাফিজ

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান দলে ডাক পেলেন হাফিজ