ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। ইনজুরির কারণে সদ্য সমাপ্ত এশিয়া কাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি টাইগার এই অলরাউন্ডার। বল হাতে ৪ উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন নিজের ছাঁয়া হয়ে।
তাই সহজেই সাকিবকে হটিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন টুর্নামেন্টে দুর্দান্ত পারফর করা আফগান লেগ স্পিনার রশিদ খান।
এশিয়া কাপ শুরুর আগে র্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা রশিদ খান ৬ ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩৫৩। দুই নম্বরে থাকা সাকিবের রেটিং এখন ৩৪১। ব্যবধান কম থাকায় সাকিব ফিরলেই দ্রত ফিরে পেতে পারেন শীর্ষস্থান।
এদিকে, রশিদের এক ধাপ এগিয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন তার স্বদেশী অলরাউন্ডার মোহাম্মদ নবী। এছাড়া চার নম্বরে রয়েছেন মিচেল স্যান্টনার ও পাঁচে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।