দেশে ফিরেছেন টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮
দেশে ফিরেছেন টাইগাররা

এশিয়া কাপ খেলতে গত ৯ সেপ্টেম্বর দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ২১ দিন এশিয়া কাপে খেলে দেশে ফিরেছেন মাশরাফি-মুমফিকরা। শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে বহনকারী বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে শেষ বলে ভারতের কাছে হেরে তৃতীয়বার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। তবে টাইগারদের লড়াইয়ে ভক্তদের মন জয় করে নিয়েছে। ফলে চ্যাম্পিয়ন হতে না পরলেও অনেকটা মাথা উঁচু করেই দেশে ফিরেছেন টােইগাররা। রাতে দেশে ফেরার পর বিমানবন্দরেই তাদের শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছিল বাংলাদেশ। মাঝপথে সাকিব আল হাসানকে। অনেকেই ছিলেন ইনজুরি আক্রান্ত। সেই দল নিয়েই এশিয়া কাপের ফাইনাল খেলেছে টাইগাররা। সেই পথে বিদায় করেছে ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নব্য শক্তি আফগানিস্তানকে। শেষ পর্যন্ত রোহিত বাহিনীর কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।

২০১২ সালে ওয়ানডে ফরম্যাটে এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের ফাইনাল খেলেছে টাইগাররা। প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ২ রানের হারে বেদনাদায়ক চিত্রনাট্য রচিত হয়। আর সবশেষ টি-টোয়েন্টি সংষ্করণে ভারতের কাছে ৮ উইকেটে হেরে দ্বিতীয়বার স্বপ্নভঙ্গ হয়। এবারও ভারতের কাছে স্বপ্নভাঙে বাংলাদেশের।



শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও স্বপ্নের মৃত্যু বাংলাদেশের

আবারও স্বপ্নের মৃত্যু বাংলাদেশের

হৃদয় দিয়ে খেলেছি, কিন্তু দুভার্গ্য : মাশরাফি

হৃদয় দিয়ে খেলেছি, কিন্তু দুভার্গ্য : মাশরাফি

ম্যাচ হারলেও বাংলাদেশের হৃদয় জিতেছে

ম্যাচ হারলেও বাংলাদেশের হৃদয় জিতেছে

ছেলের বাবা হলেন তাসকিন

ছেলের বাবা হলেন তাসকিন