বল বিকৃতিতে আসছে ‘লেভেল থ্রি অপরাধ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮
বল বিকৃতিতে আসছে ‘লেভেল থ্রি অপরাধ’

কেপটাউন টেস্টে অস্ট্রেলিয় ক্রিকেটারদের বল বিকৃতির ঘটনা থেকে শিক্ষা নিল আইসিসি৷ বল বিকৃতি কাণ্ডে এবার আরও কঠোর হল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷

বলের আকার পরিবর্তনের চেষ্টা করলে এবার তা আইসিসি’র লেভেল থ্রি অপরাধ বলে বিবেচিত হবে৷ আগে যা লেভেল টু অপরাধ বলে ধরা হত৷ নতুন নিময় চালু হচ্ছে ৩০ সেপ্টেম্বর থেকে৷ ঐ দিন জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ দিয়ে আইসিসি’র নতুন নিয়ম কার্যকর হবে৷

নতুন নিময়ে এবার বল বিকৃতি করলে( লেভেল থ্রি অপরাদের জন্য) ১২ ডারমিট পয়েন্ট কাটা হবে৷ আগে আট পয়েন্ট কাটা হত৷ অর্থ্যাৎ ৩০ সেপ্টেম্বর থেকে বল বিকৃতির অপরাধের শাস্তি হিসেবে অভিযুক্ত ক্রিকেটারকে ৬ টেস্ট বা ১২ টি ওয়ান ম্যাচে নির্বাসনে পাঠানো হবে৷ এছাড়া মাঠে অসভ্য আচরণ কিংবা আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়ালে শাস্তি করা করল আইসিসি৷ সেই সঙ্গে ডাক ওয়ার্থ লুইস সিস্টেমও কিছু পরিবর্তন আসতে চলেছে৷

উল্লেখ্য চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফরের কেপটাউন টেস্টে বল বিকৃতি করায় দোষী সাবস্ত হন তিন ক্রিকেটার৷ অস্ট্রেলিয় দলের নেতা স্মিভ স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দেশের হয়ে ক্রিকেট খেলা থেকে এক বছরের নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া৷ মূল অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফ্টকে ক্রিকেট থেকে ন’মাসের নির্বাসনে পাঠানো হয়৷


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে ধোনির সঙ্গে তুলনা করলেন রোহিত

নিজেকে ধোনির সঙ্গে তুলনা করলেন রোহিত

যুব এশিয়া কাপে হার দিয়ে শুরু বাংলাদেশের

যুব এশিয়া কাপে হার দিয়ে শুরু বাংলাদেশের

২৩ ছক্কায় শর্টের বিশ্বরেকর্ড

২৩ ছক্কায় শর্টের বিশ্বরেকর্ড

হৃদয় দিয়ে খেলেছি, কিন্তু দুভার্গ্য : মাশরাফি

হৃদয় দিয়ে খেলেছি, কিন্তু দুভার্গ্য : মাশরাফি