লিস্ট 'এ' ক্রিকেটে এক ইনিংসে ২৩টি ছক্কা মারলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান ডি আর্চি শর্ট। শুক্রবার অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর জেএলটি ওয়ানডে কাপের ১২তম ম্যাচে কুইন্সল্যান্ডের বিপক্ষে ১৫টি চার ও ২৩ ছক্কায় ১৪৮ বলে ২৫৭ রান করেন ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার শর্ট।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়লেন শর্ট। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ১৭ ছক্কা হাকিয়েছিলেন নামিবিয়ার গ্যারি স্লোইমেন।
এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়ের্স্টান অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই ব্যাট হাতে নামেন শর্ট। এরপর কুইন্সল্যান্ডের বোলারদের উপর ঝড় বইয়ে দেন তিনি। চার-ছক্কার ফুলঝুড়ি ফুটান শর্ট। ৫৭ বলে হাফ-সেঞ্চুরির পর ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।
তিন অংকে পা দিয়ে আরও ভয়ংকর হয়ে উঠেন শর্ট। ১২৮ বলে ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন শর্ট। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে আউট হন এই মারমুখী ব্যাটসম্যান। ইনিংসে ২৩টি ছক্কা মারেন তিনি। এই ইনিংসের মাধ্যমে ২০০৭ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে ১৯৬ রান করার পথে ১৭টি ছক্কা হাঁকানো নামিবিয়ার গ্যারি স্নাইমেন কীর্তি ভেঙে নতুন রেকর্ডের জন্ম দেন শর্ট।
এ ছাড়াও লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে তৃতীয় স্থানে নিজের নাম তুলেন শর্ট। সবার উপরে আছেন আলি ব্রাউন। ২০০২ সালে ওভালে গ্লামারগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন সারের ব্রাউন।
এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা। ২০১৪ সালে কলকাতায় শ্রীলংকার বিপক্ষে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত।
শর্টের এমন রেকর্ডের দিনে ১৮ বল বাকী থাকতে অর্থাৎ ৪৭ ওভারে ৩৮৭ রান অলআউট হয় ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার। এর মানে দলীয় স্কোরের ৬৬ দশমিক ৪ শতাংশ রান একাই করেন শর্ট। ব্যাট হাতে তার স্ট্রাইক রেট ছিলো ১৭৩ দশমিক ৬৪।
জয়ের জন্য ৩৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৭১ রানে গুটিয়ে যায় কুইন্সল্যান্ড। ১১৬ রানে জয় পায় ওয়ের্স্টান অস্ট্রেলিয়া।