এশিয়া কাপের মাঝপথে খেলে ছেড়ে দেশে চলে আসতে হয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শুধু সাকিব নয়, ইনজুরির আঘাতে দল থেকে ছিটকে পড়েছেন টাইগার ওপেনার তামিম ইকবালও।
এদিকে তামিম হাতের ইনজুরির চিকিৎসা নিতে লন্ডনে গেলেও রাজধানী ঢাকাতেই জরুরিভাবে অস্ত্রোপচার করতে হয়েছে সাকিব আল হাসানের আঙুলে। ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই তার একবার অস্ত্রোপচার করা হয়েছে।
অস্ত্রোপচারের বিষয়টি সাকিব নিজেই জানিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এব স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে দেশবাসী ও ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন সাকিব।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘হাতের ব্যাথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে। দেশে আসার পর প্রচন্ড ব্যাথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সে: মি: পুঁজ বের করতে হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘আপনাদের দোয়াই খুব অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রুতই আরও একটি সার্জারি করাতে হবে। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। আপনাদের দোয়া ও ভালবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ. .’।