দ্বিপক্ষীয় সিরিজ বাদে ক্রিকেটের বড় তিন টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ টুর্নামেন্টে অন্তত ২০ বা তার বেশি ইনিংসে ব্যাটিং করে গড়ে সবার উপরে পৌঁছে গেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান।
২৬ ম্যাচের ২৬ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৬৩২ রান করেছেন তিনি। ব্যাটিং গড়-৬৫ দশমিক ২৮। বিশ্বকাপের ৮ ইনিংসে ৪১২ রান, এশিয়া কাপের ৮ ইনিংসে ৫১৯ রান ও চ্যাম্পিয়ন্স ট্রফির ১০ ইনিংসে ৭০১ রান করেন তিনি।
গড়ের দিক দিয়ে পেছনে পড়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস। ২৩ ম্যাচের ২১ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ১০১৩ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড়- ৬৩ দশমিক ৩১।
এরপরের তিনটি স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, অস্ট্রেলিয়ার প্রাক্তন দলপতি মাইকেল ক্লার্ক ও ভারতের বর্তমান নেতা বিরাট কোহলি। গাঙ্গুলীর ব্যাটিং গড় ৫৯ দশমিক ১৬, ক্লার্কের ৫৮ দশমিক ৪১ ও কোহলির ৫৭ দশমিক ৬৩।
এ তালিকায় বাংলাদেশের একজন খেলোয়াড় রয়েছেন। তিনি হলেন- মাহমুদুল্লাহ রিয়াদ। ৩২ ম্যাচের ৩০ ইনিংসে ৪১ দশমিক ৬৫ গড়ে ৮৩৩ রান করেছেন মাহমুদুল্লাহ। ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিও রয়েছে তার। তালিকার ৪৩তম স্থানে রয়েছে মাহমুুদুল্লাহ।