চলমান এশিয়া কাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার নেতৃত্ব থেকে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে সরিয়ে দেয়া হয়েছে। নিজের এমন অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ম্যাথিউজ। তার মতে, দলের ব্যর্থতার পুরো দায়ই তাকে চাপিয়ে দেয়া হয়েছে। ম্যাথিউজ নিজেকে ‘বলির পাঁঠা’ মনে করছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাকে ‘বলির পাঠা’ বানিয়েছে বলে অভিযোগ করেছেন বরখাস্ত হওয়া লঙ্কান দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। এমনকি রাগে ক্ষোভে ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরমেট থেকে অবসরের হুমকি দিয়েছেন তিনি।
এদিকে ওয়ানডে দলে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে বোর্ড তাকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বও ছেড়ে দিতে হুমকি দিয়েছে।
বোর্ডের এমন সিদ্ধান্ত শুনে তাদের কাছে চিঠি পাঠিয়েছেন ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার। এসএলসির কাছে লেখা এক চিঠিতে ম্যাথুজ বলেছেন, ‘এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে লঙ্কান দলের খারাপ পারফরমেন্সের পুরো বিষয়টিতে আমাকে বলির পাঠা বানানো হয়েছে।’
অন্যদিকে লঙ্কান বোর্ড জানিয়েছে, ম্যাথুজকে পদত্যাগ করতে এবং আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে দিনেশ চান্ডিমালকে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করতে বলা হয়েছে।
বোর্ডের এম সিদ্ধান্তে শুধু আত্মপক্ষ সমর্থনই নয়, সীমিত ওভারের দুই ফরমেট থেকে অবসরের হুমকিও দিয়েছেন ম্যাথিউজ।