টস জিতে ভারতের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮
টস জিতে ভারতের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান

ছবি : ক্রিকইনফো

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথ মসৃন হবে ভারতের। অন্যদিকে জয় পেলে ফাইনালে পথে এগিয়ে যাবে পাকিস্তান।

গ্রুপ পর্বে হংকং ও পাকিস্তানের বিপক্ষে দু’টি ম্যাচই জিতেছে ভারত। হংকং-কে ২৬ রানে ও পাকিস্তানকে ৮ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। সুপার ফোরে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতের পথেই রয়েছে ভারত।

গ্রুপ পর্বে হংকংকে ৮ উইকেটে হারালেও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। তবে সুপার পর্বে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরে তারা। ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালে পথে এগিয়ে যবে পাকিস্তান।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৩০বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের জয় ৫৩টি। পাকিস্তানের জয় ৭৩টিতে। ৪টি ম্যাচ হয় পরিত্যক্ত।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইদু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্রা চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, শাদাব খান, আসিফ আলী, মুহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলী ও মোহাম্মদ আমির।



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাট করছে বাংলাদেশ, একাদশে ইমরুল ও নাজমুল

ব্যাট করছে বাংলাদেশ, একাদশে ইমরুল ও নাজমুল

আফগানিস্তান-পাকিস্তানের ৩ ক্রিকেটারকে জরিমানা

আফগানিস্তান-পাকিস্তানের ৩ ক্রিকেটারকে জরিমানা

আফগানদের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয়

আফগানদের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয়

এখনও ঘুড়ে দাঁড়ানো সম্ভব : মাশরাফি

এখনও ঘুড়ে দাঁড়ানো সম্ভব : মাশরাফি