স্পিন বল ভালো খেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বহুল প্রচলিত এমন কথা চলতি এশিয়া কাপে ভুল প্রমাণ করলেন ব্যাটসম্যানরা। গ্রুপ পর্বের ম্যাচে রশিদ খানদের স্পিন বলের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিলেন মাশরাফিরা। এবার ভারতের কাছে আত্মসমর্পণ করলেন।
শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৯.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে ৭ উইকেটের সহজ জয় তুলে নেন রহিত শর্মারা। বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মেহেদী হাসান মিরাজ। ২৬ রান করেন মাশরাফি বিন মুর্তজা।
ভারতীয় বোলারদের মধ্যে স্পিনার রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ২৯ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। এছাড়া জ্যাসপ্রীত বুমরাহ ৩৭ রান দিয়ে তিনটি ও ভুবনেশ্বর কুমার ৩২ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন।
জবাবে ভারত ৩৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ভারতের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন রহিত শর্মা। এছাড়া ৪৭ বলে ৪০ রান শেখর ধাওয়ান এবং ৩৭ বলে ৩৩ রান করেন মহেন্দ্র সিং ধোনি। সাকিব, মাশরাফি এবং রুবেল নেন একটি করে উইকেট।