নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় থেকে অব্যাহতি পেলেন ক্রিকেটারর আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তার। বৃহস্পতিবার ঢাকার ৪নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাবাসুম ইসলাম এ মামলা থেকে তাদের অব্যাহতি প্রদান করেন।
গত ১৭ আগস্ট অভিযোগ প্রমাণিত না হওয়ায় সানি ও তার মাকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. ইয়াহিয়া।
প্রতিবেদনে বলা হয়, আরাফাত সানির সঙ্গে মামলার বাদির যে বিবাহ ও কাবিন হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি। সানি ও নাসরিন (কথিত স্ত্রী) একটি হোটেলে যাতায়াত করতেন। যে রেস্টুরেন্টে তাদের বিয়ে হয়েছে তারও কোন প্রমাণ মেলেনি। সানির মা নার্গিস সুলতানা বাদিকে মারধর করারও কোন সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১২ ডিসেম্বরে ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে ৫ লাখ এক টাকা দেনমোহরে নাসরিন সুলতানার বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর ক্রিকেটার আরাফাত সানি নাসরিনের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকার জন্য সানি তার স্ত্রীকে মারধর করেন এবং গালিগালাজ করে ভাড়া বাসায় রেখে যান।
একই সঙ্গে যৌতুকের টাকা না দিলে সংসার করা হবে না এবং মোবাইলে থাকা দুজনের অশ্লীল ছবি প্রকাশের হুমকি দেন ক্রিকেটার সানি।