পরোয়ানা জারি হতে পারে শামির বিরুদ্ধে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮
পরোয়ানা জারি হতে পারে শামির বিরুদ্ধে

আবারও আলোচনায় এসেছে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিতর্ক। আর এবার আরও সমস্যায় পড়লেন ভারতীয় পেসার।

বৃহস্পতিবার আদালতে সশরীরের হাজিরা দেওয়ার কথা ছিল মোহাম্মদ শামির। কিন্তু তিনি এলেন না। আলিপুর সিজেএম আদালতে শামির অনুপস্থিতির কথা জানান তাঁর আইনজীবী। আর তাতেই আদালত কড়া সিদ্ধান্ত নিল শামির বিরুদ্ধে।

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে চেক বাউন্স'র মামলা করেছিলে হাসিন। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা ছিল ভারতীয় পেসারের। কিন্তু শামি এদিন হাজির থাকতে পারেননি। এই মামলার পরবর্তী শুনানি ১৪ নভেম্বর। সেদিন শামিকে যে কোনভাবে আদালতে হাজির থাকতে হবে। এমনই জানিয়েছেন আলিপুর আদালতের বিচারপতি। ১৪ নভেম্বর হাজিরা না দিলে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

কলকাতার অ্যাক্সিস ব্যাংকের চেকের মাধ্যমে হাসিনকে ভরণপোষণের খরচ দেয়ার কথা ছিল শামির। সেই অনুযায়ী একটি চেকও দিয়েছিলেন মোহাম্মদ শানি। তবে স্ত্রী হাসিনের কাছে চেক পৌঁছে যাওয়ার পরে সেটা ‘স্টপ পেমেন্ট’ করে বাউন্স করানো হয়, যা আইনের চোখে অপরাধ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

‘শামির জন্য হাসিনের মনে এখনো প্রেম রয়েছে’

‘শামির জন্য হাসিনের মনে এখনো প্রেম রয়েছে’

নারীকে শামির 'চুম্বন' নতুন বিতর্কে মোর

নারীকে শামির 'চুম্বন' নতুন বিতর্কে মোর

সামির বিরুদ্ধে স্ত্রীর ৫টি ধারায় মামলা

সামির বিরুদ্ধে স্ত্রীর ৫টি ধারায় মামলা

মাসে ১০ লাখ রুপি দাবি হাসিনের

মাসে ১০ লাখ রুপি দাবি হাসিনের