এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে পাকিস্তান। অন্যদিকে, টস জিতে ব্যাট করছে হংকং অধিনায়ক অংশুমান রাথরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ ওভারে ৫ উইকেট ৯০ রান সংগ্রহ করেছে হংকং।
একই স্টেডিয়ামে আগেরদিন উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে মাত্র ১২৪ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ জয় পায় ১৩৭ রানের বিশাল ব্যবধানে।
টস করার পর হংকং অধিনায়ক বলেন, আগের দিনের ম্যাচ দেখে এবং উইকেট একই রকম থাকার কারণে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রস্তুত নিজেদের প্রমাণ করার জন্য। এখানে আসার দাবিদারও ছিলাম আমরা। বিশেষ করে মার্চে ওয়ানডে স্ট্যাটাস হারানোর পর নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত ছিলাম আমরা।
অন্যদিকে, অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, আমরা চেয়েছিলাম আগে ব্যাট করতে। তবে আমরা চেষ্টা করবো তাদের কম রানের মধ্যে আটকে রাখতে এবং সেটা টপকাতে। হংকং এই টুর্নামেন্টে খেলার জন্য যোগ্যতা অর্জন করে এসেছে। সুতরাং, তাদের কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না। এটা একটা বড় টুর্নামেন্ট এবং আমরা এখন থেকেই সিরিয়াস। চার পেসার নিয়েই খেলতে নামছি।
পাকিস্তান একাদশ
ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, হাসান আলি, উসমান খান।