চলতি মৌসুম শেষেই ক্রিকেট ২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক পল কলিংউড। ২২ বছর আগে প্রথম শ্রেণির ম্যাচ দিয়ে ক্রিকেট জগতে পা রেখেছিলেন কলিংউড। আগামী ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে মিডলসেক্সের বিপক্ষে ম্যাচটি হবে কলিংউডের শেষ ম্যাচ। এ ম্যাচ দিয়ে সর্ব প্রকার ক্রিকেট থেকে অবসর নেবেন এ তারকা খেলোয়াড়।
ইংল্যান্ডের হয়ে ক্রিকেট ক্যারিয়ারে তিনবার অ্যাশেজ জয়ের স্বাদ নিতে পেরেছিলেন কলিংউড। তবে এর চাইতে বড় সাফল্য ইংলিশদের এনে দিয়েছিলেন তিনি। আর সেটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ২০১০ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি শিরোপা জিতেছিলেন ইংল্যান্ড। ফলে ইংল্যান্ডের প্রথম কোন অধিনায়ক হিসেবে বৈশ্বিক শিরোপা জিতেছিলে ইংলিশরা।
দেশের হয়ে ৬৮টি টেস্ট, ১৯৭টি ওয়ানডে ও ৩৬টি টি-২০ ম্যাচ খেলেছেন কলিংউড। ১৯৯৬ সালে ডারহামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্রিকেটে অভিষেক হয় কলিংউডের।
নিজের অবসরের বিষয়ে কলিংউড বলেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর চলতি মৌসুম শেষেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি জানতাম, এমন দিন এক সময় আসবে। কিন্তু এটা মোটেই সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। এটি খুবই কঠিন সিদ্বান্ত। তবে এটাই সঠিক সময় অবসর নেয়ার। ইংল্যান্ড ও ডারহামের হয়ে ক্যারিয়ারে অনেক অর্জন ছিল। তাই দুর্দান্ত সব অর্জনে আমি আনন্দিত।’
কলিংউডের অবসরের বিষয়ে ডারহামের চেয়ারম্যান ইয়ান বোথাম বলেন, ‘ইংল্যান্ড ও ডারহামের হয়ে খেলার সময় সেরা অলরাউন্ডার ছিলেন কলিংউড। তার জন্য শুভ কামনা রইলো।’
ক্রিকেট ছাড়ার পর কোচিং পেশায় মনোনিবেশ করতে পারেন কলিংউড। ইতোমধ্যে কলিংউডের প্রতি আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। এর আগে একবার স্কটল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।