ভারতে লোকসভা ভোটের কারণেই আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত। এ ব্যাপারে সর্বভারতীয় প্রচারমাধ্যমে আইপিএল-এর চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছেন, বিসিসিআই আপাতত লোকসভা ভোটের তারিখ ও দিনক্ষণ জানার অপেক্ষায়। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানিয়েছেন, ‘‘লোকসভার ভোটের সূচি যদি আইপিএলের সূচির সঙ্গে মিশে যায়, তাহলে দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজন করতে হবে। আপাতত লোকসভা ভোটের সূচির অপেক্ষায় রয়েছি আমরা।’’
ভারতের বাইরে কোথায় হতে পারে টুর্নামেন্ট? শুক্লা বলেছেন, ‘‘সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করার অভিজ্ঞতা দারুণ ছিল। সেই অপশন তো রয়েছেই। আর একটা অপশন থাকছে দক্ষিণ আফ্রিকা। তবে আগেই বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভোটের সূচির কথা মাথায় রেখে।’’
উল্লেখ্য, এর আগেও ২০০৯ ও ২০১৪ সালে লোকসভা ভোটের বছরে দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরশাহি মিলিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল।