এক ওভারে সাত বল! ওয়াইট বা নো বল হলে এর চেয়ে বেশিও হতে পারে, তাই বলে সবগুলো সঠিক বল হলে কিভাবে সম্ভব? হ্যাঁ, বিপিএলের সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে এমনি এক ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর ইনিংসের ১৬তম ওভারে সিলেট পেসার কামরুল ইসলাম রাব্বী এক ওভারে বল করেছেন সাতটি।
ছয় বল শেষে কামরুল আম্পায়ার মাহফুজুর রহমানকে জানিয়েছিলেন, তার ওভার শেষ। কিন্তু আরেকটি বল তাকে করতে হয়েছে। এ ক্ষেত্রে থার্ড আম্পায়ারের সাহায্য নিয়েও কোন লাভ হয়নি! বিষয়টি নিয়ে সিলেট অধিনায়ক নাসির হোসেনও আপত্তি জানিয়েছেন।
যে বলটি বাড়তি করেছেন কামরুল, সেটিতে রবি বোপারা ১ রান নিতে পেরেছেন। বলটা ম্যাচের পার্থক্য গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখলেও অবশ্যই উদ্বেগের বিষয়। আম্পায়ারের মান নিয়ে প্রশ্ন ওঠে। যেখানে উন্নত প্রযুক্তি বিদ্যমান সেখানে এমন ভুল সত্যিই হতাশার।
তবে আম্পায়ারদের এমন ভুলে আসলে কি করণীয় বা এ জন্য আম্পায়ারদের কোন জবাবদিহীতা রয়েছে কিনা তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
সিলেটের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘এত বড় ভুল আম্পায়াররা করেন কী করে? এ ভুলের দায় কার?’