মিরাজের ৫ উইকেট, ২৭৩ রানে থামলো জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২১ এপ্রিল ২০২৫
মিরাজের ৫ উইকেট, ২৭৩ রানে থামলো জিম্বাবুয়ে

মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট শিকারে সিলেট টেস্টে প্রথম ইনিংসে ২৭৩ রানে থামলো সফরকারী জিম্বাবুয়ে। ফলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস থেকে ৮২ রানের লিড পেয়েছে সফরকারীরা। ব্যাটিং ব্যর্থতায় নিজেেদের প্রথম ইনিংয়ে ১৯১ রান করেছিল বাংলাদেশ।

পেসার নাহিদ রানার বোলিং নৈপুন্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের দখলে রাখে বাংলাদেশ। প্রথম সেশন শেষে ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করেছিল জিম্বাবুয়ে। যেখানে প্রথম দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান করেছিল তারা।

দ্বিতীয় দিন বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রানা। বেন কারানকে ১৮ রানে শিকার করেন রানা। এরপর ব্রায়ান বেনেটকে ৫৭ রানে থামান রানা। তিন নম্বরে নামা নিক ওয়েলচকে ২ রানে আউট করেন আরেক পেসার হাসান মাহমুদ। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে ৮ রানে বেশি করতে দেননি রানা।

দ্বিতীয় সেশনে আরও দুটি উইকেট হারায় জিম্বাবুয়ে। চা-বিরতি পর্যন্ত ৬৪ ওভারে ৬ উইকেটে ২১৩ রান করে সফরকারীরা। ৪ উইকেট হাতে নিয়ে ২২ রানে এগিয়ে থেকে দ্বিতয় সেশন শেষ করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের রানা ৩টি ও হাসান-খালেদ ও মিরাজ ১টি করে উইকেট নেন।



শেয়ার করুন :