ইংল্যান্ডে খেলার শাস্তি পেলেন সিকান্দার রাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৮
ইংল্যান্ডে খেলার শাস্তি পেলেন সিকান্দার রাজা

অনাপত্তিপত্র ছাড়াই ইংল্যান্ডে খেলার কারণে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন দেশটির স্পিন অলরাউন্ডার সিকান্দার রাজা। এর আগেও বেশ কয়েকবার বোর্ডের নিয়ম অমান্য করেছেন তিনি। ফলে সব অভিযোগ মিলিয়েই রাজাকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি জেডসি।

এক বিবৃতিতে জেডসি জানিয়েছে, ‘বোর্ডের অনাপত্তিপত্র ছাড়াই ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট খেলেছেন রাজা। পরে অনাপত্তিপত্রের আবেদন করলেও সেটিতে সায় দেয়নি বোর্ড। একইসাথে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তার খেলার অনুমতিও স্থগিত করেছিল বোর্ড।’

রাজাকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না রাখার ব্যাপারে জেডসি আরও জানায়, ‘কোনো খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে অর্ন্তভুক্তির করার আগে তার পরিসংখ্যান, ফিটনেস ও পারফরম্যান্সটাই দেখে না বোর্ড। নির্দিষ্ট খেলোয়াড়ের আচার-আচরণ, ব্যবহার-শৃঙ্খলা ও দলের প্রতি দায়বদ্ধতাও অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করে। দুর্ভাগ্যজনকভাবে সবগুলো নিয়ম পূরণ করতে পারেনি তিনি। তাই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এবারের চুক্তিতে রাজাকে রাখা যাবে না। এই চুক্তি তাদের জন্যই যারা ধারাবাহিকভাবে পেশাদারিত্ব প্রদর্শন করেন এবং দেশকে প্রতিনিধিত্ব করেন।’

কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও জাতীয় দলে খেলার দরজা খোলা আছে রাজার -এমনটাও জানিয়েছে জেডসি। তারা জানায়, ‘কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও নির্বাচক প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় দলে খেলার সুযোগ পাবেন খেলোয়াড়রা।’

দেশের হয়ে এখন পর্যন্ত ১০টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন রাজা। জিম্বাবুয়ের ক্রিকেটের নতুন কেন্দ্রীয় চুক্তিতে রাজা থাকবেন না, তা আগেই বুঝতে পেরেছিলেন। তাই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাজা, ‘দলের প্রয়োজন মেটাতে আমি যেকোন সময় প্রস্তুত।’



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ : মাশরাফি

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ : মাশরাফি

বিশ্বের দশম খেলোয়াড় কুক, যে রেকর্ড ভাঙার নয়

বিশ্বের দশম খেলোয়াড় কুক, যে রেকর্ড ভাঙার নয়

এশিয়া কাপে ডাক পেলেন মুমিনুল

এশিয়া কাপে ডাক পেলেন মুমিনুল

পিসিবি থেকে পদত্যাগ করলেন শোয়েব আখতার

পিসিবি থেকে পদত্যাগ করলেন শোয়েব আখতার