আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১২ মার্চ ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ

মুশফিকুর রহীমের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

বিদায় বার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ লিখেন, “সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবস ময় সমর্থন করেছেন।”

পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেন, “আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ। যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।”

সবশেষ কিছুটা আক্ষেপ প্রকাশ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। লিখেন, “সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। শান্তি.....আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।”

২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন। সেই হিসেবে ওয়ানডে দিয়ে আর্ন্জাতিক ক্যারিয়ার শুরু করা মাহমুদউল্লাহ রিয়াদ সর্বশেষ ওয়ানডে ম্যাচ দিয়েই শেষ করলেন।

অবশ্য টেস্ট ও টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলে দিয়েছিলেন  মাহমুদউল্লাহ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে শেষ টেস্ট খেলেছেন তিনি এবং ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন বাংলাদেশের এ ক্রিকেটার।

দেশের হয়ে ২৩৯ ওয়ানডেতে ৩৬.৪৬ গড়ে মাহমুদউল্লাহ রান করেছেন ৫ হাজার ৬৮৯। যেখানে ৩২ ফিফটির সাথে আছে ৪টি সেঞ্চুরি। এছাড়া ৫০ টেস্টে ৫ সেঞ্চুরিসহ ২ হাজার ৯১৪ এবং ১৪১ টি-টোয়েন্টি ম্যাচে ১১৭.৩৮ স্ট্রাইক রেটে ২ হাজার ৪৪৪ রান করেছে মাহমুদউল্লাহ।



শেয়ার করুন :