২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিতে থাকা মোট ২২ জন ক্রিকেটারের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রয়েছেন একমাত্র তাসকিন আহমেদ। টাইগার ক্যাপটেন নাজমুল হোসেন শান্তও রয়েছেন ক্যাটাগরি ‘এ’ তে।
সোমবার (১০ মার্চ) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।
চুক্তি অনুযায়ী ২২ জন ক্রিকেটারের বেতন হিসেবে প্রতি মাসে বিসিবি খরচ হবে ১ কোটি ২০ লাখ টাকা। যা চলতি বছরের পহেলা জানূয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে। তবে চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ করায় এপ্রিল থেকে তালিকায় থাকছেন না মাহমুদউল্লাহ রিয়াদ।
বিসিবি এবার মোট পাঁচ ক্যাটাগরিতে ক্রিকেটারদের চুক্তি করেছে। তালিকায় ১০ লাখ টাকা বেতনে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার হলেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া মাসিক ৮ লাখ টাকা বেতনের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন চারজন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে বিদায় নেওয়া মুশফিকুর রহীম।
৬ লাখ টাকা বেতনের ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ৭ জন ক্রিকেটার। তবে এই ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করায় চলতি বছরের মার্চ মাসের পর থেকে তাকে আর বেতনভুক্ত রাখা হবে না। বাকিরা হলেন- মমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
‘সি’ ক্যাটাগরিতে রয়েছে সবচেয়ে বেশি ক্রিকেটার। মাসিক ৪ লাখ টাকা বেতনের এই ক্যাটাগরিতে আট ক্রিকেটার হলেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং শেখ মাহেদী হাসান।
সর্বশেষ ‘ডি’ ক্যাটগরিতে রয়েছেন দু'জন ক্রিকেটার। ২ লাখ টাকা বেতনের এই ক্যাটাগরিতে রয়েছেন- নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।