চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে বড় চমক দেখিয়েছে আফগানিস্তান। এছাড়া আইসিসি ইভেন্টে সর্বশেষ কয়েক আসরে ধারাবাহিক পারফরমেন্স করেছে রশিদ-নবিরা। যে কারণেই ভবিষ্যতে আফগানিস্তানের হাতে আইসিসি ট্রফি দেখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন।
ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকইনফোর সাথে আলাপকালে স্টেইন বলেন, “আফগানিস্তানের অনেক খেলোয়াড় বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে থাকেন, যা তাদের জন্য দারুণ ব্যাপার। আর্থিকভাবে লাভবান হওয়ার সাথে এটি শেখার জন্যও ভালো। তবে চার দিনের ক্রিকেট থেকেও শেখার আছে।”
“ওয়ানডে ক্রিকেট মূলত টেস্ট ম্যাচের সংক্ষিপ্ত রূপ। ধৈর্য্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা আফগানিস্তান খেলোয়াড়দের শিখতে হবে। একবার ধৈর্য্য ধরা শিখতে পারলে সত্যি বলতে কী পরের দশকে আইসিসি ট্রফি জিততে পারে আফগানরা।” -বলেন ডেল স্টেইন।
তিনি বলেন, “আগের দিনে অনেক খেলোয়াড় তাদের দক্ষতা এবং ধৈর্য্য বাড়ানোর জন্য কাউন্টি ক্রিকেট বা প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেন। তবে এখনকার সময়ে অনেকেই ধৈর্য্য ধরতে পারে না। আমরা ইনস্টাগ্রাম স্টোরিতে দুই সেকেন্ডের বেশি কিছু দেখি না। আমার মনে হয় আফগানিস্তান খেলোয়াড়রাও ক্রিকেট খেলার সময় একই রকম আচরণ করে।”
মাঠে নেমেই ফগানিস্তানের ক্রিকেটাররা সব কিছু দ্রুত করতে চায় উল্লেখ করে স্টেইন বলেন, “তারা সব কিছু খুব দ্রুত করতে চায়। এই ডেলিভারিতেই উইকেট নিতে চায়, উইকেট নেওয়ার জন্য ধৈর্য্য ধারণের মানসিকতা নেই। কখনও-কখনও ব্যাটাররা একই রকম আচরণ করে। প্রথম ওভারেইা ছক্কা মারার চেষ্টা করে এবং খেলাকে দ্রুত এগিয়ে নিতে চায়।”
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালের দ্বারপ্রান্তে গিয়ে ছিটকে পড়ে আফগানিস্তান। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে আফগানরা।