চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। তার আগেই এলো আরও একটি খবর। চলতি বছরের মাঝামাঝি সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান দল। যদিও এর আগেই দুই ফরম্যাটের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফি চলকালে সফররত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ পাকিস্তানকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) সম্মতি দিয়েছে। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজের এক খবরে এমনটাই জানানো হয়েছে।
তথ্যমতে, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে সাদা বলে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তিন ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুসারে, চলতি বছরের মে মাসের শেষে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। মূলত এর পরেই জুলাই-আগস্টে সাদা বলের সিরিজের জন্য পাকিস্তানকে আতিথ্য দিতে চাচ্ছে বিসিবি।
পাকিস্তানকে ঘরের মাঠে আমন্ত্রণ জানানো ছাড়াও চলতি বছর বেশ ব্যস্ত সময় কাটতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।
এরপর জুন-জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এফটিপি অনুযায়ী, আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতকে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আতিথ্য দেবে।
এছাড়া সেপ্টেম্বরে এশিয়া কাপ এবং এরপর অক্টোবরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ২০২৫ সাল শেষ করবে বাংলাদেশ ক্রিকেট দল।