ডিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
ডিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জ দলে যুক্ত হলেও সাকিব আল হাসানের খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল, আসন্ন আসরে খেলবেন তো সাকিব? দলবদলের পরদিনই সেই প্রশ্নের উত্তর মিললো। ডিপিএলের আসন্ন আসর থেকে নাম প্রত্যাহার করে নিলেন সাকিব।

দলবদলের প্রথম দিন শনিবার (২২ ফেব্রুয়ারি) ঘটা করেই সাকিবকে দলে ভেড়ানোর তথ্য জানায় লিজেন্ডস অব রূপগঞ্জ। সে সময় তারা জানায়, রাজনৈতিক সাকিবকে নয়, ক্রিকেটার সাকিবকে তারা দলে নিয়েছেন।

দলে ভেড়ানোর পর দিনই রোববার (২৩ ফেব্রুয়ারি) ক্লাবটি পক্ষ থেকেই জানানো হলো, সাকিব নিজেই দলবদল স্থগিত রাখার জন্য অনুরোধ করেছেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু সংবাদমাধ্যমকে বলেন, “সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশ নিয়েছিলাম। তবে সাকিব আজকে আমাদের অনুরোধ করেছেন, তার দলবদল স্থগিত রাখার জন্য।”

সাকিবের অনুরোধের পর বিষয়টি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিসকে (সিসিডিএম) চিঠি দিয়ে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চলতি মাসেরই শেষ হওয়া বিপিএলে চিটাগং কিংসের হয়ে নাম লিখিয়েছিলেন সাকিব। তবে নিরাপত্তার জন্য খেলতে পারেননি। এর আগে দেশ থেকে টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি টানতে চাইলে দেশে ফেরার পথে থেকে আবারও ফিরে যেতে হয়েছে।



শেয়ার করুন :