বিপিএলের ১০ আসরের আয় ‘একবারেই’ করলেন ফারুক আহমেদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
বিপিএলের ১০ আসরের আয় ‘একবারেই’ করলেন ফারুক আহমেদ

সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যে ফারুক আহমেদকে আয়োজন করতে হয়েছিল দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। নানা প্রতিকূলতা সত্ত্বেও বিসিবি গত ১০ আসরে যেটা পারেনি তা এক আসরেই করলেন ফারুক আহমেদ।

বিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০১২ সালে। সেই আসরের সময় বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন মোহাম্মাদ মুস্তফা কামাল। ওই বছরেই বিসিবির সভাপতির আসনে বসেন নাজমুল হাসান পাপন। ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের আগ পর্যন্ত এ দায়িত্বেই ছিলেন আওয়ামী লীগের এ সংসদ সদস্য।

নাজমুল হাসান পাপনের নেতৃত্বে বিসিবি আরও ৯টি বিসিবি আয়োজন করেছে। মুস্তফা কামাল এবং নাজমুল হাসান পাপনের দায়িত্ব মাঠে গড়ানো বিপিএলের ১০টি আসরে থেকে টিকিটি বিক্রি বাবদ আয় হয়েছে ১৫ কোটি টাকার মতো। যেখানে বিপিএলের ১১তম আসরের টিকিট বিক্রি থেকে ১২ কোটির টাকাও বেশি আয় হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ এমন তথ্য দিয়েছেন। এর আগে বাংলাদেশ ক্রিকেটের সাবেক ১৫ জন অধিনায়কের সাথে একটি বৈঠক করেন তিনি।

বিসিবি সভপতি বলেন, “পুরো বিপিএলে আমরা ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছি। ছোট্ট একটা তুলনা যদি আমরা আপনাদের দেই, এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত দশ আসরে (বিপিএল) যে টিকিট বিক্রি করেছে ১৫ কোটি টাকার মতো।”

ফারুক আহমেদ বলেন, “সেটা বিবেচনা করলে আমরা এক বছরেই সেটার কাছাকাছি চলে গেছি। এবং আপনারা এটা জেনেও খুশি হবেন, টিকিট স্বত্ত্ব বিক্রি বাবদও, আমরা তিন বছরের চুক্তি করেছি এক কোটি টাকা করে। সে হিসেবে আরও এক কোটি টাকা যোগ হবে। তাহলে প্রায় সোয়া ১৩ কোটি টাকার মতো হবে।”

এবারের বিপিএলে বিসিবি নিজম্ব কোন বুথে টিকিট বিক্রি করেনি। ৩৫ থেকে ৪০ শতাংশ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করেছে বোর্ড। বাকি টিকিটি বিপিএলের স্পন্সর মধুমতি ব্যাংক বিক্রি করেছে।



শেয়ার করুন :