দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ক্রিকেট থেকে বিদায় নেননি তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর তামিম এখন খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে বাংলাদেশ টাইগার্স দলের অধিনায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফুল।
১০ মার্চ থেকে মাঠে গড়াবে এশিয়ান লিজেন্ডস লিগ। টুর্নামেন্টটি বাংলাদেশ টাইগার্সের তামিম-আশরাফুলসহ আরও বেশ কয়েকজন জাতীয় দলের সাবেক ক্রিকেটারা খেলবেন।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১০ মার্চ ইন্ডিয়ান রয়্যালসের মুখোমুখি হবে বাংলাদেশ টাইগার্স। এরপর ১১ মার্চ আফগানিস্তান পাঠানস, ১২ মার্চ এশিয়ান স্টারস এবং ১৪ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স।
বাংলাদেশ টাইগার্স দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবস।
বাংলাদেশ টাইগার্স দল
মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।