চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরাজকে সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।
বলা হয়, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মেহেদী হাসান মিরাজকে সহ-অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। ২৭ বছর বয়সী এ অলরাউন্ডার দেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সাথে দুবাই যাচ্ছেন দুই টাইগার পেসার, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। দলের সাথে খেলেও তারা চ্যাম্পিয়ন্স ট্রফির দলভুক্ত নন।
দলের সাথে অনুশীলন করবেন তারা এবং ভারতের সাথে প্রথম ম্যাচে শেষে দেশে ফিরে আসবেন হাসান একং খালেদ।