চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‘সেরা প্রস্তুতি’ হচ্ছে না: সিমন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‘সেরা প্রস্তুতি’ হচ্ছে না: সিমন্স

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে মিরপুরে দুই ধরে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিপিএল শেষে শুনিবার থেকে শুরু হওয়া জাতীয় দলের এ অনুশীলনকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‌‘সেরা প্রস্তুতি’ মনে করছেন না টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার আগে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে অনুশীলন করবে বাংলাদেশ। দিনের আলোতে অনুশীলন করা ছাড়াও রাতে ফ্ল্যাডলাইট জ্বালিয়েও নিজেদের প্রস্তুতি সারছেন নাজমুল শান্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগার কোট ফিল সিমন্স। দলের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “আমি একমত যে এটা সেরা প্রস্তুতি নয়। তবে তারা সাদা বলের ক্রিকেট খেলছিল, যার অর্থ হলো তারা দক্ষতার দিক থেকে তীক্ষ্ণ।”

ফিল সিমন্স বলেন, “ছয়-সাত দিনের মধ্যে তাদের মনকে ৫০ ওভারের ক্রিকেটের জন্য প্রস্তুত করতে হবে। তাদের সে দক্ষতা আছে এবং তারা পারফর্ম করছে। এখন ৫০ ওভারের মানসিকতা অর্জন করাই যথেষ্ট।”

অনুশীলন নিয়ে টাইগার কোচ আরও বলেন, “আগামী কয়েক দিনে অনুশীলন সেশন দ্বিগুণ হবে। আমরা সকালে ব্যাট এবং বোলিং করি, তারপর আলোর নিচেও একই কাজ করি। আমরা ৫০ ওভারে ব্যাট করার জন্য নিজেদের প্রস্তুত করছি।”

ভারত ও পাকিস্তানের কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। গ্রুপ পর্বে বাংলাদেশের তিন ম্যাচের মধ্যে একটি দুবাই এবং বাকি দুটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

দুইদেশের ভিন্ন কন্ডিশনের নিজেদের প্রস্তুতি নিয়ে ফিল সিমন্স বলেন, “প্রস্তুতির প্রথম অংশ দুবাই সম্পর্কে। আমরা যদি একবার সঠিক মানসিক অবস্থায় আনতে পারি এবং দুবাইয়ের জন্য সঠিক জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি, আমরা প্রতিযোগিতাটা ভালোভাবে শুরু করতে পারবো। এরপর আমরা পাকিস্তানে পরিচিত পরিস্থিতি পাব।



শেয়ার করুন :