বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেডের হয়ে দীর্ঘদিন কোচিং করানো জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে আর ধরে রাখছে না। দেশের শীর্ষস্থানীয় ক্লাবটি সদ্য নির্বাচকের পদ ছাড়া হান্নান সরকারকে নতুন ক্রিকেট কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
আবাহনী লিমিটেড তাদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে হান্নান সরকারকে নিয়োগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে। নতুন কোচের ছবি দিয়ে তারা জানায়, “আমাদের নতুন কোচ, আমাদের নতুন আশার আলো। স্বাগতম, হান্নান সরকার!”
কয়েকদিন আগে জাতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন হান্নান। সে সময় বলা হয়েছিল, কোচিংকে নতুন পেশা হিসেবে বেছে নিতেই নির্বাচকের পদ ছাড়ছেন তিনি।
নির্বাচকের পদ ছাড়ার পর এবার ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসের সফলতম ক্লাবের সঙ্গে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন হান্নান সরকার। যেখানে মার্চ থেকেই ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে, দীর্ঘদিন দায়িত্বে থাকলেও আবাহনী লিমিটেডের কোচ হিসেবে আর থাকছেন বলে খালেদ মাহমুদ সুজনও নিশ্চিত করেছেন। সরকার পতনের পর বিসিবির পরিচালক থেকে পদত্যাগ করা সুজন একটি গণমাধ্যমের সাথে কথাও বলেছেন।