চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

চ্যাম্পিয়নস ট্রফিতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। আসরে মোট ১৫ জন ম্যাচ অফিশিয়াল দায়িত্ব পালন করবেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) আইসিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইব্রিড মডেলে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। পাকিস্তান ও আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হওয়া এ টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন ১২ জন।

১২ জন আম্পায়ারের মধ্যে রয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন তিনজন। ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আরব আমিরাতে শুরু হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

টুর্নামেন্টে ১২ জন আম্পায়ার যারা থাকবেন তারা হলেন, রিচার্ড কেটেলব, ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল, রড টাকার, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, শরফুদ্দৌলা, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

১২ জন আম্পায়ারের মধ্যে ৬ জন ২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে তারা সবাই ম্যাচ পরিচালনা করেছেন।

আসরে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। তারা সবাই আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য।


বিষয়ঃ

শেয়ার করুন :