আরাফাত সানির বোলিং অ্যাকশনে আবারও সন্দেহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
আরাফাত সানির বোলিং অ্যাকশনে আবারও সন্দেহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে চট্টগ্রাম কিংসের বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। শনিবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং রবীন্দ্র উইমলাসিরি।

২৪ রানে চট্টগ্রামের জয় পাওয়া ম্যাচটিতে ৪ ওভারে ৪১ রানে ১ উইকেট নিয়েছিলেন সানি।

বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান সাংবাদিকদের বলেন, “তিন দিন আগে তার বোলিং অ্যাকশনের বিষয়ে রিপোর্ট করেছেন আম্পায়াররা। তার অ্যাকশনের পরীক্ষা নেবেন বোলিং পর্যালোচনা কমিটি। সাত দিনের মধ্যে তাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু টুর্নামেন্টে বোলিং করতে তার কোন বাধা নেই।”

সোমবার (৩ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফার খেলেছেন সানি। ২ ওভার বল করে ১১ রান দিয়েও উইকেট পাননি তিনি। ম্যাচটি ৯ উইকেটে হেরেছে চট্টগ্রাম। বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংসের হয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলতে কোন বাধা নেই সানির।

সানির আগে চট্টগ্রামের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা। ইতোমধ্যে একটি পরীক্ষা দিয়েছেন তিনি। পরীক্ষার ফল এখনো জানা যায়নি।

এই প্রথম আম্পায়ারদের সন্দেহজনক বোলিং অ্যাকশনের মুখে পড়েননি সানি। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। পরে নিষিদ্ধ করা হয় তাকে। এরপর কয়েক মাস পর, বোলিং অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরেন বাংলাদেশের হয়ে ১৬টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি খেলা সানি।


বিষয়ঃ

শেয়ার করুন :