চ্যাম্পিয়ন ট্রফির ভেন্যু নিয়ে উত্তেজনা ছড়ানোর পর এবার ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচের টিকিট নিয়েও চললো যুদ্ধ। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে। যেখানে কিছু টিকিটের দাম লাখ টাকাও ছাড়িয়ে গেছে।
পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের কারণেই ‘হাইব্রিড’ মডেলের অনুষ্ঠিত হবে এ আসর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। একই গ্রুপের হয়ে খেলবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।
২৩ ফেব্রুয়ারি দুবাই স্টেডিয়ামে গড়াবে টুর্নামেন্টের আলোচিত হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ম্যাচের টিকিট ছাড়ার মাত্র এক ঘণ্টার মধ্যে লুফে নিয়েছে সমর্থকরা। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাদের মধ্যে বেশিরভাগই ম্যাচটির টিকিট পাননি।
অনলাইন ছাড়াও লাইনে দাঁড়িয়েও অনেকে টিকিট পাননি। দীর্ঘসময় অপেক্ষার পরও হতাশ হতে হয়েছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রায় এক ঘণ্টা সময় ধরে অনেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন, তবে ভারত-পাকিস্তান ম্যাচের প্রায় সব বিভাগের টিকিট দ্রুত বিক্রি হয়ে গেছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার। ম্যাচটিতে সাধারণ টিকিটের সঙ্গে ২ হাজার দিরহাম মূল্যের প্লাটিনাম ও ৫ হাজার দিরহাম মূল্যের গ্র্যান্ড লাউঞ্জের টিকিটও সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার ও ১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের।