বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ঘটে যাওয়া নানা ঘটনা এবং উঠা অভিযোগের সত্যানুসন্ধানে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে (আহ্বায়ক) তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাধীন তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- সাবেক ক্রিকেটার শাকিল কাসেম এবং আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ. চৌধুরী।
বিবৃতিতে বলা হয়, ঘটিত স্বাধীন তদন্ত কমিটি বোর্ড এবং বিসিবি দুর্নীতি দমন ইউনিটকে (এসিইউ) সততা সংক্রান্ত বিষয় এবং তদন্তে সহায়তা করবে।
চলমান বিপিএলে ফিক্সিং অভিযোগ ছাড়াও ফ্র্যাঞ্চাইজি থেকে ক্রিকেটার ও কোচিং স্টাফদের পারিশ্রমিক না দেওয়ার ইস্যুুও রয়েছে। বিষয়টি বিসিবির পর সরকার পর্যন্ত গড়িয়েছে। যা দেশে এবং দেশের বাইরেও চলমান বিপিএল নিয়ে নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে।
পারিশ্রমিক ইস্যুতে প্রশ্ন উঠেছে দুর্বার রাজশাহীর মতো ফ্র্যাঞ্চাইজিকে কিভাবে বিপিএলে দল দেওয়া হয়েছে। গঠিত তদন্ত কমিটি এসব নিয়েও কাজ করবেন। তবে কমিটি কত দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিবেন সেই তথ্য জানানো হয়নি।