নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫
নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

নির্বাচক হিসেবে বিসিবির সাথে হান্নান সরকারের ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল। তবে চুক্তি শেষ হওয়ার অনেক আগেই সোয়া লাখ টাকা বেতনের চাকরি ছাড়লেন তিনি।

জানা গেছে, মূলত কোচিংয়ে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। বিসিবিতে নির্বাচক পদে যোগদানের আগেও কোচিংকে পেশা হিসেবে নিয়েছিলেন তিনি।

হান্নান সরকার চাকরি ছাড়ায় এখন নির্বাচক প্যানেলে দুজন রয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাথে থাকছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক।



শেয়ার করুন :