বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই : বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫
বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ফিক্সিংয়ের অভিযোগ ওঠা দুর্বার রাজশাহীর হয়ে খেলা এনামুল হক বিজয়ের দেশত্যাগের কোন নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে অভিযোগটি খতিয়ে দেখতে আলাদা একটি তদন্ত কমিটি করবে বিসিবি।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিসিবি জানায়, ‘ফিক্সিং অভিযোগে’ এনামুল হক বিজয়ের বিরুদ্ধে যে ‌‘দেশের বাইরে ভ্রমণ বা দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা’ জারির খবর প্রকাশিত হয়েছে -এ বিষয়ে বিসিবির কাছে কোন তথ্য আসেনি। একই সাথে বিসিবি স্পষ্টভাবে জানায় যে, এ মুহূর্তে এনামুল হক বিজয়ের উপর আরোপিত কোন আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা সম্পর্কে কোন বিজ্ঞপ্তি পায়নি বিসিবি।

বিসিবি আরও জানায়, বোর্ড খেলার সততা এবং চেতনা বজায় রাখার জন্য দৃঢ় প্রতিশ্রুতি বদ্ধ। বিসিবি আইসিসির দুর্নীতি দমন কোড কঠোরভাবে মেনে চলে এবং যেকোন ধরনের দুর্নীতির প্রতি শূন্য-সহনশীলতা নীতি বজায় রাখে।

বিসিবি দুর্নীতি দমন ইউনিট বাংলাদেশ ক্রিকেটের অভ্যন্তরে সততা সম্পর্কিত সমস্ত বিষয় ক্রমাগত পর্যবেক্ষণ করছে। তবে দুর্নীতি দমন ইউনিটকে সহায়তা করার জন্য বিসিবি একটি স্বাধীন তদন্ত সংস্থা গঠনের প্রক্রিয়াধীন রয়েছে।



শেয়ার করুন :