শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে টানা দুই ম্যাচে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকলো চলমান বিপিএলে নানা বিতর্কের জন্ম দেওয়ার দুর্বার রাজশাহী। বিপিএলের ইতিহাসে বিশেষ অনুমতিতে কোন বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নেমে মৃত্যুঞ্জয় চৌধুরী দুর্দান্ত বোলিংয়ে রংপুরকে ২ রানে হারিয়ে দিয়েছে রাজশাহী।
রোববার (২৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। এর আগে দুর্বার রাজশাহী জন্ম দেয় বিপিএল ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়ের।
ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ায় রাজশাহীর হয়ে টিম হোটেল থেকে কোন বিদেশি ক্রিকেটার খেলতে আসেননি। বিপিএলের নিয়মানুযায়ী একাদশে কমপক্ষে দু’জন বিদেশি ক্রিকেটার থাকতেই হবে। এমন পরিস্থিতিতে বিসিবির কাছে এক আবেদনে ম্যাচ খেলার অনুমতি পায় রাজশাহী।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকা দলটি শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৯ রানের সংগ্রহ গড়ে তাসকিন আহমেদের নেতৃত্বাধীন রাজশাহী। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন সানজাদুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে আকবর আলীর ব্যাট থেকে।
দলের কোন বিদেশি ক্রিকেটার না থাকা এবং স্বল্প রানের পূঁজি নিয়ে মনোবল হারায়নি রাজশাহীর ক্রিকেটাররা। নিজেদের সর্বশেষ এই রংপুর রাইডার্সকে হারিয়ে টিকে থাকা দলটি সামনে প্লে-অফে দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচেও জয়ের কোন বিকল্প ছিল না।
এমন ম্যাচে বল হাতে জ্বলে উঠেন মৃত্যুঞ্জয় চৌধুরী। চার ওভার বল করে ১৮ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। মৃত্যুঞ্জয় চৌধুরীর এমন বোলিংয়েই চাপে পড়ে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর।
ম্যাচের শুরুতেই স্টিবেন টেইলকে (২) ফেরান তাসকিন আহমেদ। এরপর দলীয় রান পঞ্চার পার হওয়ার আগেই সপ্ত উইকেট হারিয়ে বসে রংপুর। দলীয় ৯ রানে দ্বিতীয়, ২৩ রানে তৃতীয় ও চতুর্থ, ২৯ রানে পঞ্চম, ৩০ রানে ষষ্ঠ এবং ৪৯তম রানে সপ্তম উইকেট তুলে নেয় রাজশাহী।
শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিন এবং রাকিবুল হাসানের জুটিতে প্রতিরোধ গড়ে তুললেও তা আর জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। দলীয় ৯১তম রানে ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফিরেন রাকিবুল। এর আগে তাসকিনের বলে পর পর দুটি বাউন্ডারি মারেন তিনি।
রাকিবুল চলে গেলেও জয়ের আশা জাগিয়ে তুলেন সাইফুদ্দিন। শেষ ওভারে জিসানকে প্রথম দুই বলে ছক্কা মেরে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে তুলেন তিনি। তবে পরের দুই বল ডট আদায় করে নেন জিসান।
শেষ দুই বলে চার ও ছক্কা মারলেও মাত্র ২ রান দূরে থাকতে হেরে যায় রংপুর। ব্যাট হাতে ৫২ রানে অপরাজিত ছিলেন সাইফুদ্দিন। ৩১ বলে তার এই ইনিংসে ছয়টি চারের মারে সাথে তিনটি ছক্কা ছিল।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে রংপুরের ইনিংস থামে ৮ উইকেটে ১১৭ রানে। ৫২ রানে সাইফুদ্দিনের সাথে অপরপ্রান্তে ৪ রানে অপরাজিত ছিলেন আকিব জাবেদ।
এ জয়ে নিজেদের খেলা ১১ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠলো রাজশাহী। একই সাথে প্লে-অফের দৌড়ে টিকে রইলো তাসকিনের নেতৃত্বাধীন দলটি।