নতুন করে স্ট্যান্ডিং কমিটি পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া মিডিয়া বিভাগের দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু।
শনিবার (২৫ জানুিয়ারি) দীর্ঘ বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন মিডিয়া বিভাগের দায়িত্ব পাওয়া ইফতেখার রহমান মিঠু।
এক নজরে বিসিবির স্ট্যান্ডিং কমিটি
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান- নাজমুল আবেদিন ফাহিম
ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান- ফাহিম সিনহা
ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান- সাইফুল আলম স্বপন চৌধুরি
গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান- ফাহিম সিনহা
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান- আকরাম খান
বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান- সাইফুল আলম স্বপন চৌধুরী
গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান- মাহবুব আনাম
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান- আকরাম খান
আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান- ইফতেখার রহমান
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান- ফারুক আহমেদ
মেডিকেল কমিটির চেয়ারম্যান- মঞ্জুরুল আলম
টেন্ডার কমিটির চেয়ারম্যান- মাহবুব আনাম
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান- ইফতেখার রহমান।