ম্যাচটি জিতলে সিরিজ জয়ের সাথে সাথে প্রথমবারের মতো সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশের মেয়েরা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টাইগ্রেসরা হেলে গেল উল্টো বড় ব্যবধানে। স্বাগতিক ক্যারিবিয়ান মেয়েদের বিপক্ষে ৮ উইকেটে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ।
শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৮ রানে অলআউট হয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।
জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২৭.৩ ওভাররে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবিয় নারীরা। অন্যদিকে, চলতি বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ।
গতকাল রাতেই মেয়েদের চ্যাম্পিয়নশিপ চক্রে শেষ ম্যাচ ছিল। যেখানে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। তবে সরাসরি খেলতে না পারলেও এখনই বাংলাদেশ নারী দলের ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ শেষ হয়ে যায়নি।
নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে এখন বাছাইপর্ব খেলতে হবে। ৬ দলের বাছাইপর্ব থেকে দুটি দল ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড।
চ্যাম্পিয়নশিপ টেবিলে সাত নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট ২১। একই সমান ২১ পয়েন্ট রয়েছে নিউজিল্যান্ডেরও, তবে নেট রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশের উপরে ছয় নম্বরে রয়েছে তারা।
স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিতলে সিরিজ জয়ের পাশাপাশি নিউজিল্যান্ডকে টপকে যেত বাংলাদেশ। ফলে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেত নিগার সুলতানা জ্যোতিরা।