বিজয়ের পরিবর্তে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২০ জানুয়ারি ২০২৫
বিজয়ের পরিবর্তে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে অধিনায়ক পরিবর্তন করলো দুর্বার রাজশাহী। উইকেটকিপার-ব্যাটার এনামুল হক বিজয়ের পরিবর্তে পেসার তাসকিন আহমেদেকে অধিনায়ক করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুর্বার রাজশাহীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে আগের দিন সেঞ্চুরি করেও ম্যাচ জেতাতে পারেননি অধিানয়ক (বর্তমানে সাবেক) এনামুল হক বিজয়।

বিজয়কে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে দুর্বার রাজশাহী থেকে বলা হয়েছে, নেতৃত্বের ভার কমানো, যেন বিজয় ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে পারেন।

বলা হয়, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন তাসকিন আহমেদ।

বিপিএলের এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন এনামুল হক বিজয়। ৮ ম্যাচে ৩২৪ রান করে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সর্বশেষ খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও করেছেন তিনি। তবে দলকে জেতাতে পারেননি।
sportsmail24

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়েন বিজয়। বিষয়টিকে গুরুত্বপূর্ণ ধরেি নিয়ে, দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে বিজয়কে অধিনায়কের ভার থেকে মুক্ত করে ব্যাটিংয়ে মনোযোগী করা দরকার। যা দলে বাকি খেলাগুলোতে ভালো করে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।

এদিকে, চলমান আসরে তাসকিন আহমেদও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। তবে বিজয়কে চাপমুক্ত করতে গিয়ে তাসকিনের কাঁধে চাপ বাড়িয়ে দেওয়া হলো কিনা সেটাই এখন দেকার বিষয়।

চলমান বিপিএলে দুর্বার রাজশাহী এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পেয়েছে। ৬ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে। প্লে অফে খেলেতে হলে দলটেকে বেশ কঠিন পথ অতিক্রম করতে হবে।


বিষয়ঃ

শেয়ার করুন :