চিরচেনা অভিজ্ঞদের নিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫
চিরচেনা অভিজ্ঞদের নিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল

রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চিরচেনা অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে ভারত। ২০২৩ বিশ্বকাপের ব্যাটিং লাইনআপেই ভরসা রেখে চারজন স্পিনার ও তিনজন দাপুটে পেসারকে বেছে নিয়েছে নির্বাচকরা।

রোহিত শর্মার নেতৃত্বে দলে ডেপুটি হিসেবে রয়েছেন শুভমান গিল। এছাড়া বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ারদের মতো ব্যাটারের পাশাপাশি শঙ্কা কাটিয়ে দলে আছেন জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামি।

বাংলাদেশের গ্রুপে থাকা ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজের জন্য একই স্কোয়াড রাখা হয়েছে। শুধুমাত্র বুমরাহর পরিবর্তে ইংলিশদের বিপক্ষে খেলবেন হর্ষিত রানা।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতের মাঠে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।

গ্রুপ পর্বের ভারতের বাকি দুই ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ। আসরের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইতে। এমনকি পাকিস্তানের বিপক্ষে ম্যাচও দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের দল
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামী, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, রিশভ পান্ত ও রবীন্দ্র জাদেজা।


বিষয়ঃ

শেয়ার করুন :