বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাসের সময়টা ভালো যাচ্ছে না। ব্যাট হাতে ফর্মে ফেরার চেষ্টায় থাকা লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিবেচনা করা হয়নি। তবে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা লিটন গত দুই ম্যাচে দারুণ দুটি ইনিংস উপহার দিয়েছেন।
ব্যাট হাতে ফর্মে ফেরার লড়াইয়ে থাকা লিটন দাসকে নিয়ে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাঠে ফিল্ডিং দেওয়া লিটন দাসকে গ্যালারি থেকে ডেকে বিদ্রুপ মন্তব্য করছে কিছু দর্শক। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে জন্ম দিয়েছে নানা সমালোচনার।
এরই মাঝে লিটন দাসের পক্ষে ঢাল হিসেবে দাঁড়ালো বিপিএলে তার দল ঢাকা ক্যাপিটালস। স্যোশাল মিডিয়ায় নিজেদের পেজে লিটন দাসকে নিয়ে দেওয়া হয়েছে স্ট্যাটাস। যেখানে ঢাকা ক্যাপিটালস জানান, “লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।”
ঢাকা ক্যাপিটালসের দেওয়া স্ট্যাটাসটা হলো- “আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড-গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।”
“আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা, এবং দেশের হয়ে টেস্ট র্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা।”
“আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।”
বিপিএলের চলমান আসরে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় পাওয়া সেই ম্যাচে লিটন দাসের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১২৫ রানে ইনিংস। লিটন দাসের সেঞ্চুরি করা ওই ম্যাচে বিপিএলের ইতিহাসে দলীয় সংগ্রহের রেকর্ড (২৫৪ রান) এর জন্ম দেয় ঢাকা ক্যাপিটালস।