বিশ্বকাপে নেপালকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশি মেয়েদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫
বিশ্বকাপে নেপালকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশি মেয়েদের

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। নেপাল মেয়েদরকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে সুমাইয়া আক্তাররা।

শনিবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ার অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেটে বাংলাদেশি মেয়েদের বোলিং তোপে পড়ে ১৮.২ বলে ৫২ রানেই গুটিয়ে যায় নেপাল।

জয়ের জন্য ৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা শুরুতে বিপদে পড়ে। তবে সাদিয়া ইসলাম এবং অধিনায়ক সুমাইয়া আক্তারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ১৩.২ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

সাদিয়া ইসলাম ১৬ এবং সুমাইয়া ইসলাম ১২ রান করে সাজঘরে ফিরেন। এরপর ব্যাট হাতে বাকি কাজটুকু সারেন আফিফা ইরা (৯) এবং জান্নাতুল মাওয়া (৫)। তারা দু'জনেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে নেপাল মেয়েদের ব্যাটিংয়ের বিপক্ষে বল হাতে জান্নাতুল মাওয়া ২টি এবং নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া এবং আনিসা আক্তার সোভা একটি করে উইকেট শিকার করেন।



শেয়ার করুন :