চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করলেন নিক পোথাস। দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটারের সাথে বাংলাদেশের এখনো এক বছরেরও বেশি চুক্তি মেয়াদ ছিল।
নিক পোথাসের চাকরি ছাড়ার বিষয়টি বিসিবি থেকে গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এছাড়া পোথাস নিজেও স্ট্রাগ্রামে নিজের একাউেন্টে এক পোস্টে বাংলাদেশের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এ সহকারী কোচের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত। তবে তার আগেই বিসিবি ছাড়লেন তিনি। পোথাস এমন সময় বাংলাদেশের চাকরি ছাড়লেন, যখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাত্র এক মাস বাকি।
নিক পোথাস চাকরি ছাড়ার পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন। তিনি বলেন, “ওয়েল, সব ভালো জিনিসের মতো এটাও শেষ হতেই হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে থাকাকালীন কিছু দুর্দান্ত মানুষের সাথে অসাধারণ সময় কেটেছে।”
তিনি আরও বলেন, “আমরা অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস এবং অসাধারণ স্মৃতি তৈরি করেছি। এখন সময় ঘরে বসে কিছু মানসম্পন্ন সময় কাটানোর এবং পরবর্তী অধ্যায়ে কী ঘটে তা দেখা। আগামীতে একটি উত্তেজনাপূর্ণ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটের সকলকে শুভকামনা।আমি তোমাদের মিস করবো।”