ছক্কায় আহত মালিকের স্ত্রী, ব্যাংককে থাকায় পারিশ্রমিক পাননি রাজশাহীর ক্রিকেটাররা!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫
ছক্কায় আহত মালিকের স্ত্রী, ব্যাংককে থাকায় পারিশ্রমিক পাননি রাজশাহীর ক্রিকেটাররা!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে মিরপুরে একটি ছক্কা গিয়ে লেগেছিল দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রীর শরীরে। সেই ঘটনায় আহত হয়ে বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। স্ত্রী অসুস্থ হয়ে ব্যাংককে থাকায় সময় মতো ক্রিকেটারদের পারশ্রমিক দিতে পারেননি দুর্বার রাজশাহীর মালিক।

পারিশ্রমিক না পেয়ে দলের ক্রিকেটাররা অনুশীলন বয়কট করে ম্যাচ না খেলার মতো সিদ্ধান্ত জানানোর পর দুর্বার রাজশাহীর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

দলটির অপারেশন ইন-চার্জ জায়েদ আহমেদ সংবাদ মাধ্যমে এমন তথ্য জানানোর পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি একই তথ্য জানান।
sportsmail24সাংবাদিকদের সাথে কথা বলেন দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি, ছবি: দুর্বার রাজশাহী

মেহরাব হোসেন অপি বলেন, “এটা সত্য যে আমাদের এখনো পেমেন্ট হয়নি। বিষয়টি গণমাধ্যমেও এসেছে এবং আমাদের দল থেকেও একটা বার্তা দেওয়া হয়েছে। গতকালকেই মালিক পক্ষের সাথে একটা মিটিং হয়েছে।”

তিনি বলেন, “আজকের (বৃহস্পতিবার) মধ্যে ২৫ শতাংশ টাকা নগদ দেওয়া হবে। ৫০ শতাংশের মধ্যে বাকি ২৫ শতাংশ চট্টগ্রাম পর্বে খেলা শেষ হওয়ার আগেই পরিশোধ করা হবে।”

পারশ্রমিক দেওয়ার বিলম্ব নিয়ে অপি বলেন, “আমাদের (দলের) যে ওনার তিনি দেশে ছিলেন না। অপ্রত্যাশিতভাবে মালিকের স্ত্রীর বুকে বলে আঘাত লেগেছিল (মিরপুরে)। তিনি চিকিৎসা নিদে দেশের বাইরে ছিলেন। যে কারণে আমাদের পেমেন্ট বিলম্ব হয়েছে।”


বিষয়ঃ

শেয়ার করুন :