ইংল্যান্ডের বিপক্ষে এরইমধ্যে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। শেষ টেস্ট জিতে তাই সমালোচনার জবাব দিতে চায় ভারতের। পাশাপাশি ওভালে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসকে ছোঁয়ার হাতছানি রয়েছে অধিনায়ক বিরাট কোহলির।
ইংলিশদের বিপক্ষে ভারত টেস্ট সিরিজ হারলেও ব্যক্তিগত রেকর্ডে অনেককেই পিছনে ফেলেছেন কোহলি। গড়েছেন নতুন রেকর্ড। সিরিজের শেষ টেস্টেও ভিভিয়ান রিচার্ডসকে ছাপিয়ে যাওয়ার হাতছানি রয়েছে তার। ইংল্যান্ড সফরের প্রথম চারটি টেস্ট দু’টি সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে। কেনিংটন ওভালে সেঞ্চুরি করলে ‘কিং অফ ক্রিকেট’ রিচার্ডসের ২৪টি টেস্ট শতরান ছুঁয়ে ফেলবেন বিরাট।
পাশাপাশি আরও একটি হাতছানি রয়েছে কোহলির। দ্য ওভালে ৫৮ রান করলেই ইংল্যান্ডের মাটিতে রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেলবেন তিনি। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় হিসেবে সর্বাধিক ৬০২ রান রয়েছে দ্রাবিড়ের। ২০০২ সিরিজে ৬শ’ রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন ‘দ্য ওয়াল’। আর চলতি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারটি টেস্ট দু’টি সেঞ্চুুরিসহ ৫৪৪ রান করেছেন কোহলি।