সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৫
সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল

ইংল্যান্ডের পর ভারতের চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে দেশের তারকা অলরাউন্ডারের সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধই থাকছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

বিসিবি থেকে বলা হয়, গত মাসে (ডিসেম্বর) ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে দ্বিতীয় বারের মতো নিজের বোলিং পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। এর আগে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলেন সাকিব।

টানা দ্বিতীয় পরীক্ষাতেও ফেল করায় যুক্তরাজ্যের লফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক স্বাধীন মূল্যায়নের পরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা বহাল থাকলো।

বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি সফল পুনর্মূল্যায়নের প্রয়োজন। তবে সাকিব বর্তমানে বোলিং করতে না পারলেও ঘরোয়া এবং আন্তর্জাতিক সকল ধরনের ক্রিকেটে ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন।

সাকিবের বোলিং নিষেধাজ্ঞর খবরটি এমন সময়ে এলো যখন আইসিসির কাছে চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত দল জমা দেওয়ার আর ১ দিন বাকি রয়েছে। তবে দীর্ঘ দিন ধরে জাতীয় দলে না থাকা সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফির দলে না রাখার সম্ভাবনাই বেশি। এছাড়া একদিন আগে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

এদিকে, সাকিবের নিষেধাজ্ঞার বিষয় নিয়ে এখন আর কোন মন্তব্য করবে না বিসিবি।



শেয়ার করুন :