বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম আর্ন্তজাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। মানসিক কারণ দেখিয়ে বিরতি চাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি দিয়েছে।
তিন ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। সফরে কোন ফরম্যাটেই দলে নেই টাইগ্রেস পেসার জাহানারা আলম।
বিষয়টি নিয়ে প্রাথম দিকে কোন তথ্য না জানা গেলেও রাতে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নারী দলের প্রধান নির্বাচত সাজ্জাদ আলম শিপন পরিস্কার করেন।
ভিডিও বার্তায় শিপন বলেন, “জাহানারা আলম সাময়িক অব্যহতি চেয়েছেন ইন্টারনেশনাল ক্রিকেট থেকে। কারণটা দেখিয়েছে ওর (জাহানারা আলম) মেন্টাল হেল্থ ইস্যু। বোর্ড এপ্রুভও করেছে। সম্ভবত ডোমেস্টিক ক্রিকেট দিয়ে ও ফিরবে।”
জাহানারা আলম নারী দলের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২টি উইকেট শিকার করেছেন। এর আগে মিরপুরে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না জাহানারা আলম।
দেশের হয়ে জাহানারা আলম এখন পর্যন্ত ৫২ ওয়ানডে ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন ৪৮টি। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৩ ম্যাচে নিয়েছেন ৬০টি উইকেট।