ক্যারিবিয় সফরে নারীদের দল দিলো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
ক্যারিবিয় সফরে নারীদের দল দিলো বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের নারী দল দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন ঘোষিত দল ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সেন্ট কিটসে পৌঁছাবে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার মারুফা আক্তার। তবে ক্যারিবিয় সফরে বাদ পড়েছেন ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সাড়ে ৬ বছর পর ফেরা জান্নাতুল ফেরদৌস সুমনা।

ক্যারিবিয় নারীদের বিপক্ষে ১৯ জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। সিরিজের বাকি দুটি ওয়ানডে মাঠে গড়াবে ২১ এবং ২৪ জানুয়ারি।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে সিরিজের ফলাফলের উপর নির্ভর করছে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেওয়া।

ওয়ানডে সিরিজ শেষে ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা এবং মারুফা আক্তার।



শেয়ার করুন :