বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ ঢাকার প্রথমপর্ব শেষে সিলেট পর্ব শুরু হচ্ছে সোমবার (৬ জনুয়ারি)। ঢাকা পর্বে সবনিম্ন ২’শ টাকা দিয়ে গ্যালারি বসে খেলা দেখা গেলেও সিলেটে আরও কম টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ। সিলেটে সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
সোমবার থেকে ছয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ছয় দিনের মধ্যে পাঁচ দিনই খেলবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো সিলেটে পৌঁছে অনুশীলন শুরু করেছে।
সিলেটে বিপিএলের টিকিট বিক্রি করা হচ্ছে তিনটি বুথে। এছাড়াও অনলাইনেও কাটা যাচ্ছে এবারর বিপিএল টিকিট। বিক্রি শুরু হয়েছে শনিবার বিকেল থেকে।
চারটি ক্যাটাগরিতে ১৫০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকায় কেনা যাবে টিকেট। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও গ্রিনহিল গ্যালারির টিকেট মিলবে ১৫০ টাকায়।
এছাড়া ২৫০ টাকায় মিলবে পূর্ব গ্যালারির টিকেট। ক্লাব হাউজের টিকেটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। ৬০০ টাকায় মিলবে জিরো ওয়েস্ট জোনের টিকেট। আর ২ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।