বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের সবচেয়ে আলোচিত দল চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। বিপিএল নবাগত দলটি ইতিমধ্যে থিম সং প্রকাশ করেছে। দেশের রাজধানী ঢাকা প্রতিনিধিত্ব করা দলটি প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তবে বিপিএলের শুরুটা ভালো হলো না ঢাকার।
শ্রীলঙ্কার থিসারা পেরেরার নেতৃত্বাধীন দলটি নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দেশের উত্তরের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্সের কাছে রানে হেরে গেছে ঢাকা ক্যাপিটালস।
সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএল উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। বিপরীতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের সংগ্রহ গড়ে রংপুর। দলের পক্ষে কেউ ফিফটি না করলেও চল্লিশঊর্ধ্ব রান করেন তিন ব্যাটার।
জবাবে ব্যাট করতে নেমে রংপুর বোলারদের তোপের মুখে পড়ে ৯ উইকেটে ১৫১ রান করে ঢাকা। ফলে ৪০ রানের জয় তুলে বিপিএল শুরু করলো রংপুর রাইডার্স।