প্র্যাকটিস কিট পড়েই বিজয়ের টস, নেপথ্যে যা জানা গেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
প্র্যাকটিস কিট পড়েই বিজয়ের টস, নেপথ্যে যা জানা গেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্রথম ম্যাচেই বিতর্ক তৈরি করলো দুর্বার রাজশাহী। ফরচুন বরিশালের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচেই অনুশীলন জার্সি পড়ে টস করেছেন অধিনায়ক এনামুল হক বিজয়। যা বিপিএল তো বটেই ক্রিকেট ইতিহাসে নতুন কোন ঘটনা।

বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ম্যাচের জার্সি পড়ে টস করতে নামলেও বিজয়ে গায়ে ছিল অনুশীলন জার্সি। তবে এমন ঘটনার পেছনে রাজশাহীর আসেলে কিছু করারও ছিল না।

সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগে মাঠের বাইরেও ঘটে গেছে আরেক ঘটনা। টিকিট প্রত্যাশীরা কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে স্টেডিয়ামের দুই নম্বর গেটে ভাঙচুর চালানো হয়। উত্তেজিত জনতা শুধু গেট ভাঙ্চুরেই ক্ষ্যান্ত ছিলেন তা নয়, ম্যাচ খেলতে আসা দুর্বার রাজশাহীর টিম বাসও দুই নং গেট গিয়ে প্রবেশ করতে পারেনি।

উত্তেজিত জনতার বাঁধায় শেষ পর্যন্ত ফিরে গিয়ে স্টেডিয়ামের চার নং গেট দিয়ে প্রবেশ করে রাজশাহীর টিম বাস। একই সময় মেহেদী হাসান মিরাজের মাইক্রোবাসও আটকে দেয় দর্শনার্থীরা। অনেকটা ভয় নিয়েই মেহেদী মিরাজ রোড পরিবর্তন করে মাঠে প্রবেশ করেন।

মেহেদী হাসান মিরাজের মাইক্রোবাসের সাথে আরও দুটি মাইক্রোবাস ছিল দুর্বার রাজশাহীর। সেটিও আটকে যায় রাস্তায়। দুটি মাইক্রোবাসে ছিল দুর্বার রাজশাহীর প্লেয়ারদের জার্সি। যা সময় মতো মাঠে যেতে পারেনি। মূলত যার কারণে বাধ্য হয়ে অনুশীলনের জার্সি পড়েই টস করতে নামেন বিজয়।

দুর্বার রাজশাহীর দলীয় সূত্রে জানা যায়, স্টেডিয়ামের গেটে ভক্ত সমর্থকদের আন্দোলনের কারণে সময় মতো জার্সি বহনকারী দুটি মাইক্রোবাস পৌঁছাতে পারিনি। একটি মাইক্রোবাস মিরপুর ১০ নম্বর এবং আরেকটি মাইক্রোবাস প্রশিখা মোড়ে আটকে যায়। অন্যদিকে টস হওয়ার সময় হওয়ায় অধিনায়ক এনামুল হক বিজয় বাধ্য হয়েই অনুশীলনের জার্সি পড়ে টস করতে নেমে যান।


বিষয়ঃ

শেয়ার করুন :